শেরপুরের নকলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে এসে বাদশা মিয়া (৪৮) নামের এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় পৌরশহরের কাচারী মসজিদ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত বাদশা মিয়া উপজেলার উরফা দক্ষিণপাড়া গ্রামের মৃত ছফর উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে বিএনপির একজন নিবেদিতপ্রাণ ও সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা যুবদলের উদ্যোগে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও আনন্দ র্যালির আয়োজন করা হয়। বাদশা মিয়া মিছিলসহ ওই অনুষ্ঠানে যোগ দেন। তবে অনুষ্ঠানস্থলে হঠাৎ তিনি অসুস্থতা অনুভব করলে দ্রুত সভাস্থল ত্যাগ করেন। কিছু দূর এগিয়ে কাচারী মসজিদের সামনে তিনি রাস্তার পাশে হঠাৎ পড়ে যান।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মালিহা নুঝাত তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
বাদশা মিয়ার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব খোরশেদুর রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিউল আলম পলাশসহ দলের অসংখ্য নেতাকর্মী।
নেতৃবৃন্দ মরহুম বাদশা মিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে একজন নিবেদিতপ্রাণ কর্মীর মৃত্যুতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোক ও আবেগঘন পরিবেশ বিরাজ করছে।
মতামত