লালমাইয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি :-
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমাই উপজেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বাগমারা উত্তর বাজার বালুরমাঠ থেকে র্যালিটি শুরু হয়ে বাগধারা দক্ষিণ বাজার ও বাগমারা রেলগেইট এলাকা প্রদক্ষিণ করে বাগমারা পূর্ব বাজারে এসে শেষ হয়।
র্যালিতে লালমাই উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। তারা জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে আন্দোলন জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত