কুমিল্লায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধ :-
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবদলের উদ্যোগে এক যুব সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৩টায় পদুয়ারবাজার বিশ্বরোডে হোটেল নূরজাহান সংলগ্ন মাঠে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবদল নেতা আবুল কালাম আজাদ খোকা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, মহানগর দক্ষিণ (১৯-২৭ ওয়ার্ড) যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা যুবদলের গৌরবময় ইতিহাস, সংগঠনের ভূমিকা ও গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণদের অগ্রণী ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।
যুব সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র্যালি পদুয়ারবাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
আয়োজন: কুমিল্লা মহানগর দক্ষিণ (১৯-২৭ ওয়ার্ড) যুবদল
স্থান: পদুয়ারবাজার বিশ্বরোড, কুমিল্লা
মতামত