প্রতিপাদ্যে চলমান কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে সারাদেশের মতো ভোলার লালমোহনে জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনের স্থানন্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে৷
বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে উপজেলা পরিষদ প্রঙ্গনে লালমোহন উপজেলা নির্বাচন অফিসার মো.সোহেলের নেতৃত্বে উপজেলা নির্বাচন অফিসের কামরুলসহ অন্যান্য কর্মকর্তা -কর্মচারীদের অংশ গ্রহণে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে৷ ২ ঘন্টাব্যাপী এ কর্মসূচি প্রাথমিকভাবে পালন হলেও,দাবি আদায় না হলে এ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহেল প্রমূখ ৷৷
মতামত