খুলনা

সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি মানবিক সহায়তায় কাজ করে যাচ্ছে-বিজিবির মহাপরিচালক

প্রিন্ট
সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি মানবিক সহায়তায় কাজ করে যাচ্ছে-বিজিবির মহাপরিচালক

প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৫

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, “বিজিবি হবে সীমান্তের আস্থা ও নিরাপত্তার প্রতীক। সুন্দরবন সংলগ্ন ভারতীয় সীমান্তবর্তী উপকূলীয় জনপদে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন করেছে একটি আধুনিক পানির প্রকল্প। এই প্রকল্পের আওতায় সৌরচালিত গভীর নলকূপ, পানি বিশুদ্ধকরণ ইউনিট ও সংরক্ষণ ট্যাংক স্থাপন করা হয়েছে। যা প্রতিদিন প্রায় ১০০০ পরিবারকে নিরাপদ ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর "২৫) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের এসআর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সুপেয় পানির প্রকল্পের উদ্বোধনকালে তিনি একথা বলেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক আরো বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি মানবিক সহায়তার অংশ হিসেবে দুর্গম ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করে যাচ্ছে। উপকূলীয় জনপদের বিশুদ্ধ পানির সংকট দূর করতে আমরা এই প্রকল্প হাতে নিয়েছি। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততার কারণে উপকূলের মানুষ পানি সংকটে দিন কাটাচ্ছে। উপকূলীয় মানুষদের প্রধান সমস্যা সুপেয় খাবার পানি সংকট। এখানকার মানুষ পুকুর ও বৃষ্টির পানি পান করেন। যে পানি অনিরপাদ। 

স্থানীয় বাসিন্দা সুকদেব মন্ডল, রবিলাতুন নেছা, আনোয়ারা খাতুন, খগেন্দ্রনাথ মিস্ত্রী, আজিজ সরদার বলেন, আমার জন্ম থেকে পানির কষ্ট ভোগ করছি। বিশুদ্ধ পানি পান করতে না পারার কারণে আমাদের ডায়রিয়া, কলেরা, টাইফয়েড সহ বিভিন্ন রোগ হচ্ছে। লবণাক্ত পানির কারণে আমরা দূরের পুকুর থেকে ও  পানি কিনে এনে খেতাম। এখন বাড়ির কাছেই বিশুদ্ধ পানি পাব, এটা আমাদের জন্য বড় আশীর্বাদ।

এ সময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ নওফেল মাহমুদ, সোহরাব হোসেন ভূইয়া, শরীফুল ইসলাম, নীলডুমুর ব্যাটেলিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার রাজীব, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানা ভারপ্রাপ্ত কর্মকতা হুমায়ুন কবির মোল্লা, কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পানির প্রকল্প উদ্বোধন শেষ শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। এছাড়াও শতাধিক মানুষেরকে চিকিৎসা প্রদান করা হয়।