৩০ সেপ্টেম্বর মঙ্গলবার শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এসময় তাঁর সঙ্গে ছিলেন পুলিশ সুপার জনাব জসিম উদ্দিন।
জেলা প্রশাসক বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম মণ্ডপ ও পঞ্চমীঘাট সার্বজনীন পূজা মণ্ডপ ঘুরে দেখেন। তিনি পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে উল্লেখ করে বলেন, “শারদীয় দুর্গাপূজার উৎসব নির্বিঘ্নে শেষ করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, “জেলার সাতটি থানায় উৎসবমুখর পরিবেশে পূজা চলছে। প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত আছে এবং বিসর্জন পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে।”
এসময় জেলা প্রশাসক হিন্দু সম্প্রদায়ের ভক্তদের সংশয় ও শঙ্কামুক্তভাবে উৎসব পালনের আহ্বান জানিয়ে বলেন, “পূজায় ঢাক-ঢোলের ব্যবহার আমাদের ঐতিহ্য। একে হারিয়ে যেতে দেওয়া যাবে না। বরং তরুণ প্রজন্মের কাছে এটি আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে হবে।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আয়াজ আব্দুল্লাহ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি), বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, সোনারগাঁ বারদী আশ্রম কমিটির সভাপতি অশোক কুমার রায়, ব্যবস্থাপক নয়ন চন্দ্র গোলদার, সেক্রেটারি শংকর কুমার দে, পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাবু অমল পোদ্দারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মতামত