সারাদেশ

মুন্সীগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন গৃহায়ণ, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা

প্রিন্ট
মুন্সীগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন গৃহায়ণ, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা

প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৫

শেখ মোঃ লিখন, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

অদ্য ৩০ সেপ্টেম্বর ২০২৫, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন গৃহায়ণ, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান।

তিনি প্রথমে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীগঞ্জ পৌরসভার সদর থানা সংলগ্ন কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দির পরিদর্শন করেন। পরে তিনি বাগমামুদালিপাড়ার শ্রী শ্রী সার্বজনীন পূজা মন্দির ও রাধাগোবিন্দ মন্দির, এবং ইদ্রাকপুরে অবস্থিত শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউর মন্দির পরিদর্শন করেন। প্রতিটি পূজামণ্ডপে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন, মুন্সীগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী অফিসার মাহবুবুর রহমান এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

এই সময় মাননীয় উপদেষ্টা সনাতন ধর্মাবলম্বীদের সাথে অষ্টমীর শুভেচ্ছা বিনিময় করেন, প্রতিমা পরিদর্শন করেন এবং দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন।