শান্তিগঞ্জ সুনামগঞ্জ প্রতিনিধি::শফিকুল ইসলাম
শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীতে এসে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ করেছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩(জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে জমিয়ত মনোনীত ও ১২ দলীয় জোটের সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী এবং কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তিনি শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পুজা কমিটির নেতৃবৃন্দ ও পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান, সুনামগঞ্জ জেলা জমিয়তের প্রচার সম্পাদক এম শাহিনুর রহমান শাহিন, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক হাফিজ আতিকুর রহমান, জেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়েস আহমেদ,
জগন্নাথপুর উপজেলার যুব জমিয়তের সাধারণ সম্পাদক আক্তার হুসেন, কলকলি ইউনিয়ন জমিয়তের সভাপতি ড.সামসুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হুসেন, জমিয়ত নেতা হাফিজ আজিজুল হক, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা হাফিজুর রহমান, হুশিয়ার আলী, হাবিবুর রহমান ও মতিউর রহমান প্রমূখ।
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩(জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে জমিয়ত মনোনীত ও ১২ দলীয় জোটের সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী এবং কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম বলেন, শান্তির সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ। সকলে ধর্মের মানুষ নিরাপদে তার স্ব স্ব ধর্মীয় উৎসব পালন করবেন। এটাই এই দেশের নিয়ম। আপনারা আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপন করবেন। আপনাদের পাশে আমরা সবসময় আছি। আপনাদের যেকোনো ভলান্টারি সার্ভিসের প্রয়োজন হলে বলবেন আমি মুসলমান বলে এখানে কোন দ্বিধা রাখবেন না। দেশব্যাপী আমাদের সুনামগঞ্জ জেলার একটা সুনাম আছে এখানে আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে একসঙ্গে বসবাস করি। এভাবেই সম্প্রীতির বন্ধন বজায় রেখে আমরা একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই।
মতামত