নোয়াখালী জেলা মাইজদী হাসপাতাল রোড সংলগ্ন হাউজিং বালুর মাঠের এর রাস্তায় দিন-দুপুরে প্রকাশ্যে কিশোর গ্যাং এর সদস্যরা এক অটোরিকশা যাওয়ার পথে যাত্রীর উপর এলোপাতাড়ি মারধোর করে কিশোর গ্যাং।কিশোর গ্যাং দের হাতে দেশীয় অস্ত্র ছিল কিশোর গ্যাংদের এক সদস্য ওই অটোরিকশা যাএী গায়ে স্টিলের পাইপ দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে তারা ওই যাত্রী কে মেরে ফেলারও চেষ্টা করে এক পর্যায়ে স্থানীয়দের আসার টের পেয়ে তারা সেখান থেকে সরে পড়ে।পরে স্থানীয় লোকজন এসে অটোরিকশা যাত্রীটি কে বাঁচায়।স্থানীয় লোকজনদের কাছে জানতে পারি তারা প্রতিনিয়ত প্রায় এই ধরনের ঘটনা করতেই থাকে।সন্ধ্যা হলে রাতের আঁধারে তারা আরো ভয়ংকর ধরনের কর্মকাণ্ড লিপ্ত হয়ে থাকে।স্থানীয়রা আরো জানান দিন দুপুরে এই ধরনের ঘটনা ঘটছে তারা এভাবে আরও দিন দিন ভয়ংকর হয়ে দাঁড়াবে এবং এই রাস্তা দিয়ে চালাও নিরাপদ মনে করছে না সাধারণ পথচারীরা।তাহলে রাতের আঁধারে আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারে।এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার পুলিশ প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান।স্থানীয় লোকজন পুলিশ প্রশাসন কাছে এই ব্যাপারে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মতামত