সারাদেশ

লোহাগাড়ায় স্কুলপড়ুয়া ছাত্রীদের ইভটিজিং করার অপরাধে ২ যুবক আটক ১ মাসের দণ্ডপ্রাপ্ত

প্রিন্ট
লোহাগাড়ায় স্কুলপড়ুয়া ছাত্রীদের ইভটিজিং করার অপরাধে ২ যুবক আটক ১ মাসের দণ্ডপ্রাপ্ত

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৫

লোহাগাড়া উপজেলার আমিরাবাদে স্কুলপড়ুয়া ছাত্রীদের ইভটিজিং করার অপরাধে ২ যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত আজ,২৭ আগস্ট  বুধবার সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ আদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল 


ইসলাম। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কলাউজান ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রসুলাবাদ পাড়ার আবু তাহেরের পুত্র এয়াকুব (২০) এবং একই এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র মো: রায়হান (১৮)। জানা যায়, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদেরকে সুখছড়ি কামার দিঘীর পাড়স্থ সাইনবোর্ড এলাকায় বিদ্যালয়ে যাওয়া-আসার সময় 


প্রায়ই আটক ২ যুবক উত্ত্যক্ত করে আসছিল।

পরে স্কুল ছাত্রীরা প্রধান শিক্ষককে বিষয়টি জানালে তাৎক্ষণিক  উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়। প্রধান শিক্ষকের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়।  তাই অভিযোগের প্রেক্ষিতে এবং তথ্য প্রমাণের ভিত্তিতে ইভটিজিং এর 


দায়ে ২ যুবককে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন। সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আমার স্কুলের ছাত্রীদেরকে ২ জন যুবক কয়েকদিন ধরে ইভটিজিং করে আসছিল। ছাত্রীরা বিষয়টি আমাকে জানালে আমি উপজেলা নির্বাহী অফিসার ও থানা প্রশাসনকে অবগত করি। স্থানীয়রা তাদের দুজনকে ধরে স্কুলে নিয়ে আসলে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেয়া হয় । উপজেলা নির্বাহী অফিসার ও 


এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় অভিযুক্ত এয়াকুব ও রায়হানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার  টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।