ছবি : রৌমারীতে স্বামীর দ্বিতীয় বিয়ের কারণে গৃহবধূর আ*ত্মহ*ত্যা
রৌমারীতে স্বামীর দ্বিতীয় বিয়ের কারণে গৃহবধূর আ*ত্মহ*ত্যা
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সুখের বাতি গ্রামে মোছাঃ সনেকা বেগম (৩৫+) নামে এক গৃহবধূর বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত সনেকা বেগমের পিতা মোক্তব আলী এবং স্বামী কালাচান মোল্লা। শ্বশুর সান্তাজ মোল্লা।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টার দিকে। পারিবারিক কলহ ও স্বামীর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে তিনি বিষপান করেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগের দিন বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সনেকা বেগম আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে বিকেলে বাসায় ফেরেন। বাসায় এসে স্বামীর দ্বিতীয় স্ত্রীকে দেখেন এবং এ নিয়ে পরিবারের মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে স্বামী তাকে মারধর করলে তিনি বিষপান করেন। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিষ ওয়াশ করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলেও স্বামীর পরিবার তাকে সেখানে না নিয়ে পুনরায় রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সেই রেখে দেয়।
শুক্রবার বিকেলে তার মৃ*ত্যু হয়।
এ বিষয়ে রৌমারী থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং মৃ*ত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে তদন্ত অব্যাহত রেখেছে।
স্থানীয়দের ধারণা, সনেকা বেগমের মৃ*ত্যু সন্দেহজনক এবং এর পেছনে পারিবারিক নির্যাতনের বড় ভূমিকা থাকতে পারে।
মতামত