সারাদেশ

ঠাকুর গাঁও জেলার মেয়েরা জে এফ এ অনুর্ধ ১৪ ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে রানারআপ হয়েছেঃ

প্রিন্ট
   ঠাকুর গাঁও জেলার মেয়েরা জে এফ এ অনুর্ধ ১৪ ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে রানারআপ হয়েছেঃ

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৫

ঠাকুর গাঁও জেলার মেয়েরা জেএফএ ১৪ ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে রংপুরের কাছে ফাইনালে হেরে রানারআপ হলেও দাপুটে ফুটবল খেলেছে গোটা টুর্নামেন্ট জুড়ে। তাই তো এই দলের ধারক বাহক মধ্য মণি তাজুল স্যারের ভাষায় ফুটে উঠেছে সকলের কথা -----

গত মাসের ২৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর এক মাস আমাদের মেয়েরা অদম্য আকাঙ্ক্ষায় জীবনের প্রথম এমন টুর্নামেন্টে অংশ নিয়েছে। 


এবং সত্যিই আমি খুব খুশী তাদের ক্রিড়া নৈপুণ্যে। রংপুর আঞ্চলিক পর্ব থেকে চুড়ান্ত পর্ব পর্যন্ত প্রতিটা দলের বিরুদ্ধে ধারাবাহিক ইর্ষনীয় সাফল্য আমাদের পুরো ম্যানেজমেন্টকে মুগ্ধ করেছে। এবং একইসঙ্গে তাদের ফুটবলের বড় মঞ্চে খেলার সম্ভাবনাকে ইঙ্গিত দেয়। 

আমাদের বিশ্বাস একদিন এদের অনেকেই আমাদের পুর্ববর্তী জাতীয় দলের স্বপ্না, সাগরিকা, কোহাতি, প্রতিমা ও রেশমীর মত জাতীয় দলের জার্সি পড়ে এশিয়ার মঞ্চে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে।