ছবি : পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে শিবগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুগ্ধ স্কয়ারে সমবেত হন।
সমাবেশে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আছার উদ্দিন এবং সঞ্চালনা করেন আলাল উদ্দিন। সমাবেশে বক্তারা জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান এবং পিআর (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন।
বিক্ষোভোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক সরকার। সাবেক উপজেলা চেয়ারম্যান ও বগুড়া শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, সাবেক এমপি ও বর্তমান জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। এছাড়া আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোয়াজ্জেম হোসেন, সাবেক উপজেলা জামায়াতের আমীর আব্দুল হালিম বিপ্লব, জামায়াত নেতা এডভোকেট শাকিল উদ্দিন, কর্মপরিষদ সদস্য মাওলানা রেজাউল করিম, মাওলানা জাকির হাসান, মাওলানা সুলতান মাহমুদ, মাওলানা সাদিকুর রহমান, বগুড়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি রোকন-উজ্জামান প্রমুখ।
প্রধান অতিথি জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক সরকার। তিনি তার বক্তব্যে দলটির ৫ দফা দাবি উত্থাপন করেন। উল্লেখিত ৫ দফা হলো- ১.জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে ২.নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে ৩.অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে ৪.ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান বলেন,“ পাঁচ দফা দাবি আদায়, পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের মাধ্যমেই দেশে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব। তাই আমরা সরকারের কাছে অবিলম্বে এই দাবিগুলো বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।”
সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের নেতাকর্মীসহ অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতামত