ছবি : ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ধানের শীষের বিজয় কেউ আটকাতে পারবেনা-- মাহবুব আলম মানিক
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির আয়োজনে ৩নং ওয়ার্ডে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬শে সেপ্টম্বর) সন্ধা ৭টায় চকবাহাগুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সাজুর সভাপতিত্বে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বগুড়া জেলা বিএনপির সহ- তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক সফল চেয়ারম্যান মাহবুব আলম মানিক।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আপনারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ধানের শীষের বিজয় কেউ আটকাতে পারবেনা,আমাদের কাছে জান্নাতের টিকিট নেই জান্নাত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আর সেটা আপনার ঈমান আমলের বিনিময়ে অর্জন করে নিতে হবে,আমরা আপনাদের উন্নয়ন,নিরাপত্তা ও বেকারদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাই ধানের শীষের জন্য,আপনাদের প্রিয় প্রতীকের জন্য।
তিনি আরও বলেন, মা বোনেরা আপনারা জানেন আওয়ামিলীগের সময়ে নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে চার সন্তানের জননীকে স্বামী সন্তানদের সামনে ধর্ষণ করে আওয়ামী সন্ত্রাসীরা,আপনারা যদি এসবের বিচার চান তাহলে অবশ্যই ধানের শীষে ভোট দিতে হবে,আগামীতে আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করবে, ইনশাআল্লাহ।
এসময় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল আজিজ,বিএনপির নেতা পিজুস কুমার মজুমদার,বাবু মন্ডল,সিনিয়র সহ-সভাপতি সুজাউদ্দৌলা সুজা,বিএনপির নেতা রাসেল মাহমুদ সবুজ, সাধারণ সম্পাদক আইনুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক মাস্টার ফারুক হোসেন,যুবদলের সভাপতি আকরামুল আহসান শাহী প্রমুখ।
উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন,সহ-সভাপতি মনসুর রহমান, সহ-সভাপতি বাবু, দপ্তর সম্পাদক আহসান হাবিব বাবুল, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি,কৃষকদলের সভাপতি জুয়েল শেখ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি তাহাজ্জত হোসেন,সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক তৌফিক, ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সেলিম রহমান,তাঁতি দলের সভাপতি আব্দুল মান্নান, ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল মন্ডল, শাহাদাত হোসেন বিদ্যুৎ, এমদাদুল হক মেম্বার, বিএনপির নেতা, ফরিদুল ইসলাম, সাকাওয়াত হোসেন, হারুন সরকার,হেলাল উদ্দিন, নজরুল ইসলাম,সেতু, আনারুল ইসলাম, ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক হ্নদয় সরকার, সাংগঠনিক সম্পাদক মোস্তাকিন রহমান সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ও ৩নং ওয়ার্ড বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে প্রায় সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন। বৈঠকে বক্তারা উপস্হিত গ্রামবাসীকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান ও মীর শাহে আলমের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন।
মতামত