সারাদেশ

ফ্যাসিবাদ ঠেকাতে পিআর নির্বাচন চাই: লামায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

প্রিন্ট
ফ্যাসিবাদ ঠেকাতে পিআর নির্বাচন চাই: লামায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

ছবি : বান্দরবানের লামা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী


প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৫

জুলাই সনদ ঘোষণা ও আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বান্দরবানের লামা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আসরের নামাজের পর লামা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

লামা উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর কাজী মোহাম্মদ ইব্রাহিম এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মোহাম্মদ সোয়াইব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বান্দরবান জেলা সভাপতি অধ্যাপক ফারুক আহমদ।

বক্তারা অভিযোগ করেন, সরকার জুলাই সনদ ঘোষণায় গড়িমসি করছে এবং একটি দল এ বিষয়ে ভারতের সুরে কথা বলছে। তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে, কেননা এ সনদের ভিত্তিতেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে।

নেতারা আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো দল আর ফ্যাসিস্ট হতে পারবে না। ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার সংবিধানের দোহাই দিয়ে পাতানো নির্বাচন করেছেন। এতে দেশে একদলীয় শাসন কায়েম হয়েছে, অর্থনীতি ধ্বংস হয়েছে, ব্যাংক লুটপাট হয়েছে এবং বিরোধী দলের নেতাকর্মীদের গুম-খুনের ঘটনা ঘটেছে।

বক্তারা দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের হাতে গণহত্যা সংঘটিত হয়েছে। এর বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা জীবন দিয়ে যে প্রত্যাশা নিয়ে দেশকে স্বৈরশাসনমুক্ত করেছে, তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করা হবে।