ছবি : র্যালিতে যুব কর্মসংস্থান ক্লাবের সদস্যবৃন্দ।
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ:
তাড়াশে যুব কর্মসংস্থান ক্লাবের মাসিক সভা ও নতুন অফিস কক্ষ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে তাড়াশ উপজেলার স্থানীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা জানান ক্লাবের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল আলীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও তাড়াশ উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সোলায়মান হোসেন শিহাব এবং তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি নজরুল ইসলাম। এছাড়া ক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সদস্য রয়েল মির্জা, খালিদ হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, যুব সমাজকে সমাজ উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে আরও এগিয়ে আসতে হবে। তারা জানান, গাছ লাগানো, দরিদ্র পরিবারকে সহযোগিতা, শিক্ষার্থীদের সহায়তা, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ হাতে নেওয়া হবে।
সভাপতি নজরুল ইসলাম বলেন, “যুব সমাজই দেশের ভবিষ্যৎ। তাদের কর্মমুখী ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে পারলেই সমাজ এগিয়ে যাবে।”
অনুষ্ঠান শেষে বিশেষ অতিথি সোলায়মান হোসেন এবং তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন নতুন অফিস কক্ষের উদ্বোধন করেন। পরে আগামী মাসের কর্মপরিকল্পনা নির্ধারণ করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
মতামত