ছবি : ৬ দফা দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল
৬ দফা দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত – বড়লেখা
বড়লেখা (উপজেলা ) প্রতিনিধি: সাহাদাত হোসাইন
খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আসর বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে ব্যানার-ফেস্টুনে ছিল ৬ দফা দাবি —
১️ সংবিধানে “অবিলম্বে ইসলামী জাতীয় সনদ ঘোষণা ও এর আইনি ভিত্তি প্রদান”
২️ সংসদের উচ্চ কক্ষে পীর-মাশায়েখদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা
৩️ আওয়ালিয়া ফ্যাসিবাদ ও দেশদ্রোহীদের বিচারের ব্যবস্থা
৪ আওয়ালিয়া ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডের স্থায়ী নিষেধাজ্ঞা
৫ নির্বাচনে সর্বত্র দলভিত্তিক প্রার্থিতা চালু করা
৬ সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ
উদ্দেশ্য:
দেশে ইসলামভিত্তিক রাষ্ট্রনীতি প্রতিষ্ঠা, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন এবং ইসলামবিরোধী শক্তির অন্যায়ের বিরুদ্ধে জনমত গড়ে তোলা।
সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফয়ছল আলম স্বপন।
প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল খালিক,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক এম এম আতিকুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন —
উপজেলা সহ-সভাপতি মাওলানা এখলাছুর রহমান, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা মাহবুব হোসাইন শিবলি, মাওলানা মোতাহিরুল ইসলাম, মাওলানা সালেহ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ খায়রুল ইসলাম, মাওলানা মনসুর আহমদ, মাওলানা আবুল হাসান হাদি, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এনামুল হক, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন, বায়তুলমাল সম্পাদক সেলিম উদ্দিন, দাওয়াহ সম্পাদক মাওলানা আব্দুল হাফিজ, তালিমপুর ইউপি সেক্রেটারি মুহাম্মদ হাবিবুর রহমান, ইসলামী ছাত্র মজলিস উপজেলা সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, পৌর সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, সুজনগর ইউপি সেক্রেটারি হাফিজ হোসাইন আহমদ, দক্ষিণভাগ ইউপি সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, সহ-সভাপতি মাওলানা মাহফুজ আহমদ, কাঠালতলী ইউপি সেক্রেটারি হাফিজ সুলতান আহমদ, যুব মজলিস দক্ষিণভাগ ইউপি সভাপতি মুহাম্মদ শফিক উল্লাহ প্রমুখ।
মিছিলে অংশগ্রহণকারী বক্তারা বলেন,
দেশে ইসলামবিরোধী অপশক্তির দমন, শরীয়াহভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শিক্ষাব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধ ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য।
৬ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।”
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।
মতামত