খুলনা

মেহেরপুরের গাংনীর কাজিপুরে র‍্যাবের অভিযান থেকে ওয়ান শুটারগান কার্তুজসহ গ্রেফতার-১

প্রিন্ট
মেহেরপুরের গাংনীর কাজিপুরে র‍্যাবের অভিযান থেকে ওয়ান শুটারগান কার্তুজসহ গ্রেফতার-১

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৫

মেহেরপুরের গাংনীর কাজিপুরে র‍্যাবের অভিযান থেকে ওয়ান শুটারগান কার্তুজসহ গ্রেফতার-১

গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ  মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর থেকে একটি ভারতীয় ওয়ান শু*টা*র গান ও ২ টি কা*র্তুজ*সহ সৌমিক নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব- ১২ এর গাংনী ক্যাম্পের একটি দল।

বৃহস্পতিবার দিবাগত শুক্রবার ২৬ সেপ্টেম্বর রাতের শেষ অংশ ৩ টা ৪৫ মিনিটে এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সৌমিক কাজিপুর বাদিয়াপাড়ার তাইজেল ইসলামের ছেলে সুমন ইসলাম সৌমিক (৩১)।

র‍্যাব সুত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সৌমিকের নিজ বসত বাড়ির উত্তর পাশে বাঁশের বেড়া সংলগ্ন নারিকেল গাছের নিকট ময়লার স্তুপ থেকে ভারতীয় তৈরী একটি ওয়ান শুটার গান ও শটগান লীডবল (১২ বার) ২টি কার্তুজসহ সৌমিক নামের একজনকে গ্রেফতার করা হয়।

সুত্র আরো জানায়, আটক হওয়া সৌমিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, এলাকায় আদিপত্য বিস্তারের উদ্দেশ্যে সে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবহার করে আসছে। তার বিরুদ্ধে অস্ত্র,বিষ্ফোরকদ্রব্য ও মাদকের একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত সৌমিকের বিরুদ্ধে গাংনী থানায় আর্মস এক্ট ১৮৭৮ সালের আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।