স্বাস্থ্য

নওগাঁয় নিয়ামতপুর আমন ক্ষেতে কীটনাশক স্প্রে করতে গিয়ে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

প্রিন্ট
নওগাঁয় নিয়ামতপুর  আমন ক্ষেতে কীটনাশক স্প্রে করতে গিয়ে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

ছবি : নওগাঁয় নিয়ামতপুর আমন ক্ষেতে কীটনাশক স্প্রে করতে গিয়ে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু


প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৫

নিয়ামতপুর উপজেলায় প্রচণ্ড গরমের মধ্যে আমন ক্ষেতে কীটনাশক স্প্রে করতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে শ্রী সুখেন রবিদার (৪০) নামে কৃষকের মৃত্যু হয়েছে। নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের বালাহৈর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রী সুখেন রবিদার সদর ইউনিয়নের বালাহৈর গ্রামের অমূল্য রবিদাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিতে আমন ধানের পোকার দমনে জন্য কীটনাশক স্প্রে করার জন্য সুখেন রবিদাস জমিতে যান। কয়েক ঢোক কীটনাশক স্প্রে করার পর প্রচন্ড রোদে অসুস্থ হয়ে জমিতে৷ হঠাৎ ঢোক নিয়ে জমিতেই পড়ে যান তিনি। এরপর স্থানীয়রা দেখতে পেয়ে তাকে ঘটনা স্থান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।