ছবি : সহ যোগি সদস্য সমাবেশ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর ও জেলা সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত
আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার বিকাল ৩ টায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর ও জেলা শাখার উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় মজলিস কার্যালয়ে সংগঠনের মৌলভীবাজার শহর সভাপতি আবদুল্লাহ আল নোমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সহযোগী সদস্য সমাবেশে উপস্থিত থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির।
সদস্যদের প্রত্যক্ষ ভোটে শহর সভাপতি নির্বাচিত হন ফখরুল ইসলাম ফয়সল এবং সেক্রেটারি মনোনীত হন এহসানুল হক ফুজায়েল। জেলা সভাপতি মনোনীত হন সালমান হোসেন এবং সেক্রেটারি আহমেদ কবির।
সমাবেশের সমাপনী অধিবেশনে নব-নির্বাচিত শহর সভাপতি ফখরুল ইসলাম ফয়সলের সভাপতিত্বে ও জেলা সভাপতি সালমান হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি সোহাইল আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- খেলাফত মজলিস এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য আহমদ বিলাল, ইসলামী ছাত্র মজলিসের সিলেট জোন সদস্য আব্দুল্লাহ আল নোমান, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম নোমানী, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি মাওলানা আব্দুল মুকিত মামুন, মাওলানা সৈয়দ সাইফুর রহমান, রাফি উদ্দিন মাবরুর, অফিস সম্পাদক নুরুল ইসলাম, অংকুরের নির্বাহী পরিচালক নিজামুদ্দিন সহ প্রমুখ।
মতামত