ছবি : প্রতিকী
স্টাফ রিপোর্টার:মোঃ বোরহান উদ্দিন
বগুড়া জেলার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের শিকড় গ্রামে ঘাস নিধনের বিষপান করে আবু হাসান (২৮) নামের এক ইলেকট্রিশিয়ান আত্মহত্যা করেছেন। তিনি একই গ্রামের মোঃ আব্দুল মমিনের ছেলে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এঘটনা ঘটে।স্থানীয়রা জানান, শিকড় গ্রামের আমজাদ হোসেনের মেহগনি বাগানে আবু হাসান ঘাস নিধনের বিষপান করেন। বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি "বাবা" বলে চিৎকার দিলে পাশেই মাছ ধরতে আসা এক ব্যক্তি ছুটে এসে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন তার মুখ থেকে বিষের গন্ধ পাওয়া যায়।
তাৎক্ষণিকভাবে তাকে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবু হাসানকে মৃত ঘোষণা করেন।
নিহত আবু হাসান পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মতামত