ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশি পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হহস্তান্তর।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সীমান্ত সংলগ্ন এলাকা থেকে পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত হরিপুর ইউনিয়নের হরিপুর বিওপি সীমান্ত মেইন পিলার ৩৫৬ সংলগ্ন ভারতের অভ্যন্তরে দনগাঁও এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে হরিপুর কোম্পানি কমান্ডার এবং ভারতের পক্ষ থেকে মালদাখণ্ডের ৮৭ বিএসএফ কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বিএসএফের আটক করা পাঁচজন বাংলাদেশি পুরুষ নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বিজিবির হরিপুর বিওপির দায়িত্বশীল সূত্র জানায়, বিএসএফের কাছ থেকে ফেরত আনা ব্যক্তিদের হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত