বিশেষ সংবাদ

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা সীমান্তে ৫ জন অনুপ্রবেশকারী আটক।

প্রিন্ট
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা সীমান্তে ৫ জন অনুপ্রবেশকারী আটক।

ছবি : অবৈধ ভাবে ভারতে যাওয়ার অপরাধে ৫ জন যুবক বিজিবি হাতে আটক।


প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৫

আজ ২৪ সেপ্টেম্বর ২০২৫ ইং সকাল ০৯.৩০ ঘটিকায়  ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ০৫ নং হরিপুর ইউপির অন্তর্গত দনগাঁও গ্রামস্থ সীমান্ত মেইন পিলার নং-৩৫৬, যাহার জিআর নং-১০৪৫৭১, এমএস ৭৮সি/১ এর সন্নিকটে দনগাঁও গ্রামের বাংলাদেশ ৫ কিমি পশ্চিমে বৈধ কাগজপত্র ছাড়ায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ হইতে ভারতে অনুপ্রবেশ করার অপরাধ তৎসহ বৈধ কাগজপত্র কিংবা অনুমতি ব্যতিত বৈদেশিক মুদ্রা নিজ হেফাজতে রাখার অপরাধে আটক করা হয়।

জেসিও নং-৯১৫০ সুবেদার মোঃ মহসীন আলী (৫৮), এনআইডি নং-৩৭৪৩২৫৮২৩২ কাঠালডাঙ্গী বিওপি “এ“ কোম্পানী হরিপুর, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি),

উদ্ধারঃ ১১৯২৯ ভারতীয় রূপি। 

গ্রেফতারঃ ১) নাম(F79L6)  শ্রীঃ গোপেন চন্দ্র (২৫), পিতা-শ্রীঃ নিবাস চন্দ্র, মাতা-বেহানশ্বরী, সাং-কুমরিয়া, ডাক-বলিদ্বাড়া, থানা-রানীশংকৈল ঠাকুরগাঁও  ২) নাম(F79H3) শ্রীঃ প্রশান্ত রায় (১৯ ) পিতা-চৈতু রাম, মাতা-শ্রীমতি ঝর্না রানী, সাং-বামন বাড়ি নেকমরদ, ডাক-নেকমরদ, থানা-রানীশংকৈল ঠাকুরগাঁও ৩) নাম: (F79GG) কাঠাম রায়(৩২) পিতার নাম: শ্রীঃ পারা সিং মাতার নাম: বিউটি বালা ঠিকানা: স্থায়ী: গ্রাম- রহমতপুর, থানা-হরিপুর, জেলা -ঠাকুরগাঁও, ৪) নাম: (F79F9) সুভাষ চন্দ্র রায়(২১) পিতার নাম: নিখিল চন্দ্র রায় মাতার নাম: শ্রীমতি শুকরানী গ্রাম- রহমতপুর, থানা-হরিপুর, জেলা -ঠাকুরগাঁও, ৫) নাম: (F753J) বিজয় কুমার ( ৩১)   পিতার নাম: শুকরু রাম মাতার নাম: শ্রীঃ ঝরি বালা রানী,ঠিকানা: স্থায়ী: গ্রাম- বনগাঁও, উপজেলা/থানা- হরিপুর, জেলা -ঠাকুরগাঁও, বাংলাদেশ

গৃহীত ব্যবস্থাঃ হরিপুর থানার মামলা নং-১০/১৪৩, তাং-২৪/০৯/২০২৫ খ্রিঃ, 11(1)(a) The Bangladesh Passport Order, 1973, তৎসহ 23(1) The Foreign Exchange Regulation Act, 1947