আন্তর্জাতিক

সাতক্ষীরার তালায় পূজামণ্ডপে প্রতিমার ক্ষতিসাধন, আটক ১

প্রিন্ট
সাতক্ষীরার তালায় পূজামণ্ডপে প্রতিমার ক্ষতিসাধন, আটক ১

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৫

মোঃ আরিফুল ইসলাম ,সাতক্ষীরা।

সাতক্ষীরার তালা উপজেলায় পূজামণ্ডপে প্রতিমার পোশাক নষ্ট ও ক্ষতি সাধনের ঘটনা ঘটেছে। গতকাল গভীর রাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কলাপোতা পূর্বপাড়া বটতলা পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।

পরদিন সকালে উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। মন্দির কমিটির পক্ষে বলাই দাস জানান, গতকাল রাত্র দুইটা পর্যন্ত তারা তেঁতুলিয়া ইউনিয়নের কলাপোতা পুর্বপাড়া বটতলা দূর্গা মন্দিরে পূজা উপলক্ষে বিভিন্ন কাজ সম্পাদন করেন। প্রচুর বৃষ্টির কারনে রাত্র দুইটার পর তারা ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে স্কুলে যাওয়ার পথে একটি ছেলে মণ্ডপে গিয়ে দেখতে পায় প্রতিমার বেশ কিছু জায়গায় ক্ষতের চিহ্ন রয়েছে এবং পোশাক খুলে ফেলার চেষ্টা করা হয়েছে। পরে সে, বিষয়টি সবাইকে জানায়। বলয় দাস আরও বলেন ধারণা করা হচ্ছে, প্রতিমার গায়ে স্বর্ণালংকার রয়েছে এমন গুজব শুনে দুর্বৃত্তরা প্রবেশ করে। পরে স্বর্ণালংকার না পেয়ে প্রতিমার ক্ষতিসাধন করে চলে যায়।

তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মৃণাল কান্তি রায় বলেন, এটি কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়। কেবল দুর্বৃত্তরা এমন ন্যাক্কারজনক কাজ করেছে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রাণী সরকার ঘটনাস্থল ঘুরে দেখেন এবং নির্বিঘ্নে পূজা উদযাপন সহ পূজামণ্ডপের যাবতীয় সুরক্ষার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে একজন কে আটক করা হয়েছে।