তালতলীতে লজিক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত
বরগুনার তালতলীতে লজিক (LoGIC) প্রকল্পের আওতায় বাস্তবায়িত পিবিসিআরজি স্কিমের টেকসই সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় \'লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পে\'র আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্সের পায়রা সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থনীয় সরকার বিভাগ বরগুনা এর উপপরিচালক জনাব অনিমেষ বিশ্বাস, প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. জিল্লুর রহমান, প্রকল্প ইন্জিনিয়ার মো. কাওসার হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরাজি মোঃ ইউনুস, কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহিম সিকদার পনু, শারিকখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুক খান, একাধিক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও পিবিসিআরজি স্কিমের টেকসই সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক কমিটির নারী ও পুরুষ সদস্য উপস্থিত ছিলেন।
প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. জিল্লুর রহমান প্রকল্পের সার্বিক চিত্র মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে কর্মশালায়ল উপস্থাপন করেন এবং পিবিসিআরজি স্কিমের টেকসই সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক কমিটির দায়িত্ব, কর্তব্য ও করণীয় বিষয়ে বিশদ আলোচনা করেন।
সোনাকাটা ইউপি চেয়ারম্যান ফরাজি মো. ইউনুস বলেন, "লজিক প্রকল্পের আওতায় খাল খনন, কালভার্ট নির্মান ও সোলার ইরিগেশন প্লান্ট স্থাপন করার ফলে আমার ইউনিয়নে কৃষকের জীবন-মানের উন্নয়ন ও জলবায়ু সহনশীল চাষাবাদের কারণে অর্থনৈতিক উন্নতি সাধিত হয়েছে।"
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্কিমের টেকসই সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক কমিটির সদস্যদের বলেন, " স্কিম গুলো যাতে স্থায়িত্বশীল হয় এবং এর সুফল যাতে আপনারা ভোগ করতে পারেন সে জন্য আপনাদের বিবেককে জাগ্রতকরে সব ধরনের কার্যক্রম গ্রহণ করতে হবে। জলবায়ু সহনশীল এ স্কীমগুলোর টেকসই পরিচালনা করতে গিয়ে যদি কখনও সমস্যায় পড়েন সরকার আপনাদের পাশে আছে এবং থকবে।"
পচাঁকোড়ালিয়া ইউনিয়নের কমিউনিটি মোবিলাইজেশন ফ্যাসিলিটেটর মো. মিরাজ মাহমুদ এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ফ্যাসিলিটেটর দীপংকর চন্দ্র দাস।
মতামত