স্বাস্থ্য

জামালগঞ্জে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্র্যাকের মোটিভেশনাল ওয়ার্কশপ কর্মসূচি

প্রিন্ট
জামালগঞ্জে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্র্যাকের মোটিভেশনাল ওয়ার্কশপ কর্মসূচি

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন আজ এক বড় চ্যালেঞ্জ। ক্রমেই বাড়ছে গড় তাপমাত্রা, ঘন ঘন দেখা দিচ্ছে বন্যা ও ঘূর্ণিঝড়। এর সঙ্গে সঙ্গে জলবায়ুজনিত কারণে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে প্রতিনিয়ত। এই বাস্তবতায় ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে মঙ্গলবার জামালগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে ইমার্জেন্সি রেসপন্স টিমের করণীয় বিষয়ক মোটিভেশনাল ওয়ার্কশপ।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার সুমন কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল বাতেন, ফায়ার সার্ভিস ইনচার্জ উত্তম কুমার সরকার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার।

ব্র্যাকের পক্ষে কর্মশালায় অংশ নেন জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার দিপ্র রায় দিপ্ত, শাখা হিসাব কর্মকর্তা হুমায়ুন কবীর ও দাবি প্রকল্পের এরিয়া ম্যানেজার মামুনুর রহমান।

কর্মশালায় বক্তারা বলেন, জলবায়ু সংকটে দ্রুত সাড়া দেওয়া, ক্ষতিগ্রস্তদের সঠিক তথ্য ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং কমিউনিটির পাশে দাঁড়ানোই এখন সময়ের দাবি। তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতিই হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার।