ছবি : রাণীশংকৈল ডিগ্রি কলেজের বাংলা ক্লাসেশ চিত্র
ঠাকুরগাঁও জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রাণীশংকৈল ডিগ্রি কলেজে বাংলা বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ ও উচ্ছ্বাস দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) এক প্রতিবেদনে জানা যায়, কলেজের বাংলা বিভাগের অভিজ্ঞ প্রভাষক প্রশান্ত কুমার বসাক দীর্ঘ ২৩ বছর ধরে শিক্ষার্থীদের বাংলা সাহিত্য ও ভাষার পাঠদান করে আসছেন। তিনি শুধু শিক্ষক নন, পাশাপাশি বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের সংবাদ পাঠক, নাট্যশিল্পী ও আবৃত্তিকার হিসেবেও সুপরিচিত। তাঁর এই বহুমুখী প্রতিভা শ্রেণিকক্ষকেও সমৃদ্ধ করছে। বর্তমানে তিনি স্মার্ট বোর্ড ব্যবহার করে পাঠদান করছেন, যা শিক্ষার্থীদের শেখার আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।
শিক্ষার্থী মোছা: সানজিদা সুবর্ণা বলেন, “স্যার আমাদের ক্লাস অত্যন্ত সুন্দরভাবে নেন। মাঝেমধ্যে গান শোনান, ফলে ক্লাসে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।”
অন্যদিকে মোছা: পাতা আক্তার জানান, “স্যার কবিতা আবৃত্তি অসাধারণভাবে করেন। তাঁর পাঠদান ও উপস্থাপন কৌশল আমাদের কাছে ক্লাসকে আরও আকর্ষণীয় ও আনন্দময় করে তুলেছে।”
শিক্ষার্থীদের আরও অনেকে জানান, প্রশান্ত কুমার বসাক কেবল পাঠদানই করেন না; বরং সাহিত্য-সংস্কৃতির প্রতি অনুপ্রাণিতও করেন। তাঁর ক্লাসে নাটক, আবৃত্তি, সংগীত, এমনকি সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা হয়। ফলে বাংলা ক্লাস আর নিছক পড়াশোনায় সীমাবদ্ধ থাকে না, বরং হয়ে ওঠে আনন্দময় ও শিক্ষণীয়।
শিক্ষার্থীরা মনে করেন, তাঁর মতো অভিজ্ঞ শিক্ষকের হাত ধরে তারা ভবিষ্যতে সাহিত্য-সংস্কৃতির চর্চায় আরও এগিয়ে যাবে।
মতামত