তালতলীতে ২ দিন ব্যাপী সমবায় সফটওয়্যার প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে
বরগুনার তালতলীতে লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের আওতাভূক্ত সমবায় সমিতির নেতৃবৃন্দ ও যুব স্বেচ্ছাসেবকদের সমবায় সফটওয়্যার এর উপর ২ দিন ব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত হয়েছে।
লজিক প্রকল্পের আয়োজনে ২২ ও ২৩ সেপ্টেম্বর উপজেলা পরিষদ কমপ্লেক্সের পায়রা সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. জিল্লুর রহমান, উপজেলা ফ্যাসিলিটেটর দীপংকর চন্দ্র দাস ও উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক মো. মিরন মিয়া। প্রকল্পভূক্ত ৪ টি ইউনিয়নের ১৩ টি সমবায় সমিতির ২৬ জন সমবায় লিডার ও ৪ জন যুব স্বেচ্ছাসেবক। এছাড়াও প্রকল্পের বিভিন্ন ইউনিয়নের সিএমএফগণ।
প্রশিক্ষণে প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. জিল্লুর রহমান সমবায় সফটওয়্যার ও প্রকল্পের বিভিন্ন বিষয়ের উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
মতামত