আন্তর্জাতিক

মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তের কাছে পাংপা-কিং শহরে যাওয়ার পথে, ইউনাইটেড ওয়া স্টেট আর্মির (ইউডব্লিউএসএ) ৭৭৫তম ব্যাটালিয়ন প্রায় ৫০ মিলিয়ন ইয়াবা বড়ি জব্দ করেছে। এই তথ্য নিশ্চিত করেছেন সংগঠনের মুখপাত্র, ইউ নি ইয়ান।

প্রিন্ট
মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তের কাছে  পাংপা-কিং শহরে যাওয়ার পথে, ইউনাইটেড ওয়া স্টেট আর্মির (ইউডব্লিউএসএ) ৭৭৫তম ব্যাটালিয়ন  প্রায় ৫০ মিলিয়ন ইয়াবা বড়ি জব্দ করেছে। এই তথ্য নিশ্চিত করেছেন সংগঠনের মুখপাত্র, ইউ নি ইয়ান।

ছবি : প্রায় ৫০ মিলিয়ন ইয়াবা বড়ি জব্দ করেছে। এই তথ্য নিশ্চিত করেছেন সংগঠনের মুখপাত্র


প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৫

তল্লাশির সময়, কিছু পাচারকারী সীমান্তের দিকে পালানোর চেষ্টা করে। তবে, লিসু জাতিগত গোষ্ঠীর ৩৭ বছর বয়সী এক পুরুষকে আহত অবস্থায় আটক করা হয়। কর্তৃপক্ষ গাড়ি থেকে ২৩ বস্তা ইয়াবা বড়ি জব্দ করেছে, যার মোট পরিমাণ ৪,৭৯০,০০০ পিস - প্রায় ৫ কোটি টাকা। অন্যান্য পলাতক পাচারকারীদের ধরার জন্য অভিযান চলছে।

মতামত