ছবি : আমায় সময় দিবে (দৈনিক বাংলার প্রতিচ্ছবি)
আমায় সময় দিবে !
লেখক - মোঃ মানিক মিয়া (সাংবাদিক)
দৈনিক বাংলার প্রতিচ্ছবি,
উপজেলা প্রতিনিধি, সাদুল্যাপুর, গাইবান্ধা।
যখন থাকবে না কাছে
চলে যাবে অনেক দূরে
সবার সাথে ব্যস্ত থাকবে
তখন আমায় সময় দিবে।
যখন আমি থাকবো কষ্টে
তুমি থাকবে মহা সুখে
সুখ দুঃখ ভাগ করতে
তখন আমায় সময় দিবে।
যখন স্মৃতিতে হারাতে বসবে
স্মৃতি না ফেরার যন্ত্রণা দেবে
স্মৃতিতে তোমাকে ফিরিয়ে পেতে
তখন আমায় সময় দিবে।
যখন শ্বাসে কষ্ট হবে
অক্সিজেন এর প্রয়োজন হবে
বাঁচার জন্য স্বাদ জাগাতে
তখন আমায় সময় দিবে।
মতামত