ছবি : তফসিল ঘোষণা রানীশনকৈল কুলি শ্রমিক ইউনিয়ন রেজি নং রাজ ২১৯৩।
রানীশনকৈল কুলি শ্রমিক ইউনিয়ন রেজি নং রাজ ২১৯৩এর প্রাক - নির্বাচনী তফসিল ঘোষণার মধ্য দিয়ে যাত্রা শুরু।নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্চনী কমিটির আহ্বায়ক মো: মহসিন আলি , সাথে ছিলেন দুজন যুগ্ম আহ্বায়ক মো : মুক্তারুল ইসলাম ভুট্টো ও শ্রমিক নেতা মো: আইয়ুব আলি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌর বিএনপির সভাপতি অধ্যাপক মো: শাহাজান আলী। আরো উপস্থিত ছিলেন কুলি শ্রমিক ইউনিয়ন এর নেতা কর্মি বৃন্দ। আজ থেকে ২৭/০৯/২৫ ইং তারিখ পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি শেষ সময়। ২৮/০৯/২৫ ইং তারিখে জমাদান শেষ তারিখ। ৩/১০/২৫ ইং মনোনয়ন পত্র বাছাই। ৬/১০/২৫ ইং তারিখে মনোনয়ন প্রত্যাহার। আগামী মাসের ১৭/১০/ ২৫ ইং তারিখে (রোজ শুক্রবার) একটানা ভোট গ্রহন চলবে। ৩০ মিনিট বিরতির পরে ভোট গণনার কাজ শেষ করে, নির্বাচন কমিশন ভোটের ফলাফল ঘোষণা করবে।
মতামত