শিক্ষাঙ্গন

‎দারিদ্র্য বিমোচনে রাসূল সা. এর ভূমিকা অতুলনীয় ‎---মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী

প্রিন্ট
‎দারিদ্র্য বিমোচনে রাসূল সা. এর ভূমিকা অতুলনীয়  ‎---মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৫

‎বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী বলেন, দারিদ্র বিমোচনে রাসূল সা. অতুলনীয় ভূমিকা রেখেছেন। তিনি হিলফুল ফুজুল নামে যে সংস্থা গঠন করেছিলেন, তা মক্কায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি দারিদ্র বিমোচনে অসামান্য অবদান রেখেছিলো। দারিদ্রতা থেকে বাঁচতে রাসূল সা. বেশি বেশি ইস্তেগফার পড়তে নির্দেশ দিয়েছেন। দারিদ্র্য বিমোচনে রাসূল সা. এর প্রক্রিয়ার মধ্যে যাকাত দেওয়া, ইয়াতিমের হক আদায় করা সবচেয়ে কার্যকর প্রক্রিয়া। এগুলো যথাযথভাবে আদায় করলে সমাজ থেকে দারিদ্রতা অনেকাংশেই কমে যাবে।

‎তিনি আরো বলেন, আমরা যেহেতু রাসুল সা.-এর মুহব্বতের দাবিদার, সেহেতু আমাদের উচিৎ প্রতিদিন বেশি বেশি দুরূদ শরিফ পাঠ করা। এক্ষেত্রে আমরা দালাইলুল খাইরাতকে ওয়াজিফা হিসেবে পাঠ করতে পারি। বর্তমান সময়ে অনলাইনে সময় না দিয়ে আমাদের উচিৎ নফল ইবাদাত ও পড়াশোনায় সময় ব্যয় করা।

২৭ রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, বিকাল ৩টায় উপজেলা কার্যালয়ে

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর পশ্চিম উপজেলার উদ্যোগে আলোচনা সভা ও দুআ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

সিলেট সদর পশ্চিম উপজেলা সভাপতি হাবিবুর রহমান-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান-এর সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালা বাজার ফাদ্বিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আলী আকবর, সিলেট সদর উপজেলা আল ইসলাহ'র সভাপতি মাওলানা নুরুল হক, সংগঠনের সিলেট পশ্চিম জেলা সাংগঠনিক সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড সিলেট সদর উপজেলার সাধারণ সম্পাদক হাফিজ আশফাকুজ্জামন আদনান, সংগঠনের সিলেট সদর পশ্চিম উপজেলার সাবেক সভাপতি মাওলানা রকন উদ্দিন, সাবেক সদস্য (সৌদিআরব প্রবাসী) আব্দুল কাইয়ূম, হাউসা লতিফিয়া হিফযুল কুরআন মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ বদরুল ইসলাম। স্থানীয় আল ইসলাহ দায়িত্বশীল, কারী মোহাম্মদ আলী, শামীম আহমদ, মুদ্দাচ্ছির আলী।

আরো উপস্থিত ছিলেন উপজেলার সাংগঠনিক সম্পাদক ইবরাহীম আলী, প্রচার সম্পাদক মোস্তাক আহমদ, অর্থ সম্পাদক অলিউর রহমান মিছবাহ, সহ-অফিস সম্পাদক ইসমাইল আলী শাহান, প্রশিক্ষণ সম্পাদক বুরহান আহমদ , সহ-প্রশিক্ষণ সম্পাদক  ফাহিম মোস্তফা, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাহেদ আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সায়েদ নূর, সদস্য: সজিব আহমদ, মিনহাজ আহমদ, লায়েক আহমদ, কাওসার আহমদ, ফাহিম আহমদ, ফাহিম মাহমুদ প্রমুখ।