সম্পাদকীয়

আসন্ন দুর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রিন্ট
আসন্ন দুর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ছবি : ছবি: দৈনিক বাংলার প্রতিচ্ছবি


প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৫

অনিক রায়,প্রতিবেদক,দৈনিক বাংলার প্রতিচ্ছবি, ফরিদপির।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্ট ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর পক্ষ থেকে সনাতনী ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আলফাডাঙ্গা উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের সভাপতি জনাব মানবেন্দ্র সাহার  সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি জনাব আলহাজ্জ খন্দকার নাসিরুল ইসলাম,সাবেক সাংসদ (ফরিদপুর-০১)

মতবিনিময় সভা সঞ্চালনা করেন বিদ‍্যুৎ কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক, পূজা উদ্‌যাপন ফ্রন্ট আলফাডাঙ্গা উপজেলা শাখা।উক্ত অনুষ্ঠান টি কফি হাউস,আলফাডাঙ্গাতে অনুষ্ঠিত হয়।

  • প্রধান অতিথি জনাব খন্দকার নাসিরুল ইসলাম শান্তি ও সম্প্রীতির বার্তা দেন। সবাইকে এক সাথে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন। সুখে-দু:খে, বিপদে-আপদে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবেন বলে তিনি আশ্বস্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল মান্নান মিয়া আব্বাস সাবেক আহবায়ক আলফাডাঙ্গা উপজেলা বিএনপি,জনাব নূরুজ্জামান খসরু সাবেক সদস্য সচিব আলফাডাঙ্গা উপজেলা বিএনপি,জনাব মোঃরবিউল ইসলাম রিপন সাহেব আহ্বায়ক আলফাডাঙ্গা পৌর বিএনপি।

এসময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলার সনাতনী ধর্মাবলম্বীদের বিভিন্ন শারদীয় দূর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক।আরো উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা ও পৌর পূজা উদ্‌যাপন ফ্রন্টের নেতৃবৃন্দ সহ আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।