নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান পুকুরে, চালকসহ দুইজন নিহত
সাভার উপজেলা প্রতিনিধি
আবু তালহা
ঢাকার ধামরাইয়ে পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কের পাশের গাছে ধাক্কা খেয়ে পরে পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুইজন মারা যান।
নি/হ/তরা হলেন— দেপাশাই কারাবিল এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে মোঃ মনির হোসেন (৩৫) এবং চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে মোঃ মনির হোসেন (২৫)।
খবর পেয়ে ধামরাই থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ধামরাই থানার ওসি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মতামত