বিশেষ সংবাদ

ইবাদত মটরস এর শো-রুম উদ্বোধন

প্রিন্ট
ইবাদত মটরস এর শো-রুম উদ্বোধন

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৫

রানীশনকৈল শিবদীঘিতে সুজুকি মটরসের ১৩০ তম শো-রুম  ইবাদত মটরস এর শুভ উদ্বোধন। উদ্বোধন করেন সাবেক এমপি মো জাহিদুর রহমান। সভাপতিত্ব করনে ইবাদত মটরস এর কর্নধারের পিতা মো:হামিদুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি মো: জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মো: আতাউর রহমান সভাপতি বিএনপি রানীশনকৈল শাখা। বিশেষ অতিথি ছিলেন মো : আল্লামা আল ওয়াদুদ বিন নুর (আলিফ) সাধারণ সম্পাদক বিএনপি রানীশনকৈল শাখা , বিশেষ অতিথি ছিলেন রানীশনকৈল বণিক সমিতি সম্মানিত সভাপতি মো: মোখলেসুর রহমান, প্রধান বক্তা ছিলেন কোম্পানির রংপুর বিভাগীয় কর্মকর্তা মো: মাহমুদুল হাসান মুকুল, ও দিনাজপুর টেরিটোরি সেলস এন্ড সার্ভিসিং কর্মকর্তা, সাথে ছিলেন ইবাদত মটরস এর কর্মকর্তা কর্মচারী ও সার্ভিস সেন্টারে সেবাদান কারি কর্মচারী বৃন্দ।  অন্যান্য রাজনৈতিক দলের  নেতা, আম জনতা ও বিভিন্ন প্রিনট মিডিয়া, অনলাইন নিউজ পোর্টালএর সাংবাদিক বৃন্দ। ইবাদত মটরস এর কর্নধার মো: সারওয়ার নুর সমাপনি বক্তব্যে সবার সহযোগিতা কামনা করেন। পথ চলুন মাথায় হেলমেট গাড়ীর কাগজ ও ড্রাইভিং লাইসেন্স অবশ্যই সাথে রাখবেন, সময়ের চেয়ে জীবনের  জীবনের মুল্য অনেক বেশী।  আধুনিকতার ছোঁয়ায় জাপানের প্রযুক্তি তৈরী সুজুকি। তাই দেরি বা করে চলে আসুন ইবাদত মটরস এ। আপনাদের সেবায় ইবাদত মটরস। এখন রানীশনকৈল  শিবদীঘি এ,এম,এস মার্কেটে। সুজুকি শো-রুম।