ছবি : ছবি - দৈনিক প্রতিচ্ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের রাজশাহী জেলা বাগমারা উপজেলার উদ্যোগে সফল ভাবে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । ২০ সেপ্টেম্বর শনিবার বেলা ৪ ঘটিকায় ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ওলামা দলের আহব্বায়ক ও কেন্দ্রীয় ওলামা দলের সদস্য মাওলানা মোঃ তাজ উদ্দীন খাঁন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন রাজশাহী জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী মোঃ নুরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে সভায় আরো উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোঃ আবিদ হাসান মুন্না, আহ্বায়ক, রাজশাহী মহানগর ওলামা দল,মাওলানা মোঃ মাসুদ রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা ওলামা দল সহ রাজশাহী জেলা কমিটির সদস্য যুগ্ন আহবায়ক মাওলানা মোঃ হাবিবুর রহমান,মাওলানা মোঃ আব্দুল ওয়াদুদ,মাওলানা মোঃ মাইনুল ইসলাম,মাওলানা মোঃ মফিজুল ইসলাম,মাওলানা মীর আব্দুল কাদির,মাওলানা মোঃ আমজাদ হুসাইন,মাওলানা মোঃ আব্দুল ওয়াহাব,সহ বাগমারা উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মী সম্মেলনের সর্বসম্মতিক্রমে মাওলানা মোঃ আমজাদ হুসাইন কে আহ্বায়ক এবং মাওলানা মোঃ আকতার হোসেন কে সদস্য সচিব নির্বাচিত করে বাগমারা উপজেলার জাতীয়তাবাদী ওলামা দলের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়।
এসময় বক্তারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলকে বাগমারা উপজেলায় সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে আমরা আজ একত্রিত হয়েছি।
আমরা বিশ্বাস করি, ইসলামপন্থী ও দেশপ্রেমিক শক্তির একটি সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে ওলামা দলের ভূমিকা অপরিসীম। আমাদের প্রয়াত নেতারা যেমন দেশ, ধর্ম ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে ওলামা সমাজকে গুরুত্বপূর্ণ স্থানে রেখেছেন, আজও সেই ঐতিহ্য বুকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।
ইসলাম, দেশ ও দলের আদর্শকে সামনে রেখে জনগণের পাশে দাঁড়াবে, দাওয়াতি কার্যক্রম জোরদার করবে এবং অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠবে।
সকলকে আহ্বান জানাই—আসুন, আমরা ঐক্যবদ্ধ হই। দীন ও দেশের স্বার্থে ওলামা সমাজের শক্তিকে জাগিয়ে তুলি এবং জাতীয়তাবাদী আন্দোলনে ইসলামী চেতনায় উদ্বুদ্ধ করে।
বক্তারা দলীয় ঐক্য, ইসলামী আদর্শে উদ্বুদ্ধ কর্মীবৃন্দ গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
উক্ত কর্মী সম্মেলনে জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দ ছাড়াও বাগমারা উপজেলার স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
মতামত