বিশেষ সংবাদ

শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তার ছায়ায় রসুলপুর ইউনিয়নের প্রস্তুতি

প্রিন্ট
শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তার ছায়ায় রসুলপুর ইউনিয়নের প্রস্তুতি

ছবি : ৫নং রসুলপুর ইউনিয়ন, দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আলোচনা সভা


প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৫

সনাতন ধর্মাবলম্বী মানুষ যেন নির্বিঘ্নে, আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে উৎসব পালন করতে পারেন সেই লক্ষ্যে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।রসুলপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বরত সচিব মেহেদী হাসান  বলেন, “এ ইউনিয়নে বৈষম্যের কোনো ঠাঁই নেই। সনাতন ধর্মাবলম্বী প্রতিটি মানুষ যেন নিরাপত্তার নিশ্চয়তায় শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সেটি আমরা নিশ্চিত করব।”

মন্দিখোর, পানিহারা, ভিগাপাড়া ও ভিমপুর—এই চারটি মণ্ডপে আনন্দমুখর পরিবেশে উদযাপন করা হবে শারদীয় দুর্গাপূজা।

তিনি আরও বলেন, “শান্তিপূর্ণভাবে, ধর্মীয় বিদ্বেষ ও উগ্রতা পরিহার করে, সনাতন ধর্মাবলম্বী প্রতিটি ব্যক্তি যেন আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, তার জন্য তাদের সকল ধরনের নিরাপত্তা দেওয়ার চেষ্টা থাকবে ইউনিয়ন পরিষদের।”

দেবী দুর্গার বিসর্জন না হওয়া পর্যন্ত প্রতিটি মণ্ডপে দায়িত্বে থাকবেন একাধিক গ্রাম পুলিশ, তদারকি করবেন প্রতিটি ওয়ার্ডের মেম্বারগণ। উৎসবের এই মহামিলন উপলক্ষে সচিব মেহেদী হাসান সনাতন ধর্মাবলম্বী সকলকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।।