ছবি : রাণীশংকৈল ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর রসায়ন ক্লাসে শিক্ষার্থীদের আগ্রহ
ঠাকুরগাঁও জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রাণীশংকৈল ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের রসায়ন বিষয়ে আগ্রহ দিন দিন বাড়ছে। কলেজের অভিজ্ঞ ও খ্যাতিমান শিক্ষক মো: রিপন আলী টানা ২৩ বছর ধরে দক্ষতার সাথে রসায়ন পড়িয়ে আসছেন। নিয়মিত ও প্রাণবন্ত ক্লাসের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন।
প্রভাষক মো: রিপন আলী এক প্রতিবেদনে জানান, তিনি এর আগে রাজধানীর খ্যাতনামা ক্যামব্রিয়ান কলেজে কর্মরত ছিলেন। বর্তমানে রাণীশংকৈল ডিগ্রি কলেজে রসায়নের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষার্থী মোছা: জুনিয়া সুলতানা বলেন, “রিপন স্যার আমাদের রসায়ন ক্লাস খুব সুন্দরভাবে নেন। আমরা বিষয়টি সহজেই বুঝতে পারি।”
অন্যদিকে শিক্ষার্থী মোছা: লিজা জানান, “আমরা সবাই নিয়মিত কলেজে এসে স্যারের ক্লাস করি। এতে পড়াশোনার প্রতি আমাদের আগ্রহ আরও বেড়ে গেছে। রিপন স্যার সবসময় আধুনিক পদ্ধতিতে ক্লাস নেন। স্মার্ট বোর্ড ও পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে পাঠদান করায় আমরা আরও সহজে বিষয়গুলো আয়ত্ত করতে পারি।”
কলেজ সংশ্লিষ্টরা জানান, দক্ষ শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা গ্রহণ করতে পারছে, যা ভবিষ্যতে তাদের একাডেমিক ও ক্যারিয়ার সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা
মতামত