সারাদেশ

বিজয়নগর মিনি ম্যারাথনে অংশগ্রহণ করবে ২০০ দৌড়বিদ, সকল প্রস্তুতি সম্পন্ন

প্রিন্ট
বিজয়নগর মিনি ম্যারাথনে অংশগ্রহণ করবে ২০০ দৌড়বিদ, সকল প্রস্তুতি সম্পন্ন

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫

রান ফর হেলথ, রান ফর ইউনিটি দৌড় হোক সুস্থতার ও একতার শ্লোগানে প্রথম বারের মতো বিজয়নগরে আয়োজিত হতে যাচ্ছে At a Galance of Bijoynagar10K সিজন ১। উক্ত প্রতিযোগিতায় নারী পুরুষ ও শিশু মিলে ২০০ দৌড়বিদ অংশগ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেছে বিজয়নগর রানার্স কমিউনিউটি।


রবিবার সন্ধ্যা উপজেলার আমতলী বাজার সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড চান্দুরা মেট্রো অফিসের হল রুমে আয়োজকদের পক্ষ থেকে মিড দ্যা প্রেস থেকে জানানো হয় আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল ছয়টায় উপজেলা প্রাঙ্গণ থেকে এই প্রতিযোগিতা শুরু হবে। 


১০ কিলোমিটার, ৫ কিলোমিটার ও ২ কিলোমিটার তিনটি ক্যাটাগরিতে ১৮৭ জন পুরুষ, ৭ জন মহিলা ও ৮ জন শিশু অংশগ্রহণ করবেন। তাদের এই দৌড় প্রতিযোগিতা সহযোগিতা করার জন্য ২৫ জন সাপোর্টার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। সকাল ৭:৫০ মিনিটে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলে জানানো হয়। উক্ত প্রতিযোগিতায় ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে প্রতিযোগিদের বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হবে।


At a Galance of Bijoynagar10K সিজন ১ এর টাইটেল স্পন্সর হিসেবে সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড চান্দুরা মেট্রো থাকবেন। এছাড়াও বিভিন্ন স্পন্সর থাকার বিষয়টি মিড দ্যা প্লেস থেকে নিশ্চিত করা হয়। 


রেস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটি প্রতিষ্ঠাতা ও এডমিন অলি আহাদ রতন। 


মিড দ্যা প্রেস এ উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটি প্রতিষ্ঠাতা ও এডমিন অলি আহাদ রতন, বিজয়নগর রানার্স কমিউনিটি প্রতিষ্ঠাতা ও এডমিন মোঃ জিয়াউর রহমান, এডমিন- ফরিদ মিয়া, মোঃ নজরুল ইসলাম, মোঃ খায়রুল আলম জুয়েল ও স্পন্সর প্রতিনিধি তিতাস ফ্রেন্ডস এসোসিয়েশনের প্রধান নির্বাহী মোঃ আজিজুল ইসলাম আসলাম, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হীরা আহমেদ জাকির সহ সাংবাদিকবৃন্দ।