খেলাধুলা

হরিপুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রিন্ট
হরিপুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৫

৫২ তম বাংলাদেশ জাতীয় উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে হরিপুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হরিপুর, ঠাকুরগাঁও।

প্রতিযোগিতা বাস্তবায়নে আহ্বায়ক কমিটির দায়িত্ব পালন করেন হরিপুর আলিম মাদ্রাসার সুপার মফিজুল ইসলাম কাদেরি, মামুনুর রশিদ, রিয়াজুল ইসলাম ও আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম মিয়া, হরিপুর স্টেশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার শামীম হোসেন, হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। সাঁতার একটি জীবনমুখী দক্ষতা যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তোলে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।