ছবি : ছবি: দৈনিক বাংলার প্রতিচ্ছবি
অনিক রায়,ফরিদপুর প্রতিনিধি।২১ সেপ্টেম্বর,২০২৫
বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট, মধুখালী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান এবং মতবিনিময় সভার আয়োজিত হয়েছে।
২১ সেপ্টেম্বর (রবিবার) মধুখালী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি এ্যাড. নির্মল চন্দ্র দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-০১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাবলু কুমার রায়, সাধারণ সম্পাদক, পূজা উদ্যাপন ফ্রন্ট, মধুখালী উপজেলা শাখা।
- সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন,
- “এই দেশ শুধু মুসলমানদের নয়, হিন্দু-মুসলমান সবার। সংখ্যার দাপটে কেউ কারও উপর কর্তৃত্ব ফলাতে পারবে না। মুসলমানদের মসজিদ যেমন পাহারা দেওয়ার দরকার হয় না, ঠিক তেমনি হিন্দুদের মন্দিরও নিরাপত্তাহীনতায় থাকবে না—এটাই একটি স্বাধীন দেশের মৌলিক চিত্র হওয়া উচিত।”
- তারেক রহমানের বিষয়ে খন্দকার নাসিরুল ইসলাম বলেন,“তারেক রহমান শিগগিরই দেশে ফিরে আসবেন এবং তখন দেশ পরিচালিত হবে ‘ব্রিটিশ স্টাইলে’—যেখানে শৃঙ্খলা, ন্যায়বিচার ও ধর্মীয় সহাবস্থান নিশ্চিত থাকবে।”
জনাব খন্দকার নাসিরুল ইসলাম মূর্তি ভাঙার মতো ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং সম্প্রীতির বার্তা দিয়ে বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে মধুখালী উপজেলা ও পৌরসভার বিভিন্ন দুর্গামন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা ও পৌর পূজা উদ্যাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মতামত