রাজনীতি

গাজীপুর-৩ আসনে নির্বাচনী মাঠে উত্তাপ

প্রিন্ট
গাজীপুর-৩ আসনে নির্বাচনী মাঠে উত্তাপ

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুর-৩ আসনে নির্বাচনী মাঠে উত্তাপ

বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও জমিয়তের প্রার্থীদের সক্রিয় প্রচারণা — শেষ মুহূর্তে সমীকরণ হবে জটিল

 সভার উপজেলা প্রতিনিধি,

 আবু তালহা 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যতম আলোচিত আসন গাজীপুর-৩ (শ্রীপুর-সদর) এখন রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীরা ইতোমধ্যে সক্রিয়ভাবে মাঠে নেমেছেন। ফলে এ আসনে বহুদলীয় প্রতিদ্বন্দ্বিতা তৈরি হওয়ায় ভোটারদের আগ্রহ ও উৎসাহ আরও বেড়ে গেছে।

গাজীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু নিয়মিত উঠান বৈঠক, গণসংযোগ ও জনসভা করছেন। স্থানীয় সমস্যার সমাধান ও উন্নয়নের প্রতিশ্রুতির মাধ্যমে তিনি তৃণমূল ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন।

তিনি বলেন, “গাজীপুর-৩ এর মানুষ দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছে। শিল্পাঞ্চলের শ্রমিকদের অধিকার, কর্মসংস্থান ও সড়ক সমস্যা সমাধানই হবে আমার অঙ্গীকার।”

পাশাপাশি তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন, যাতে সাংগঠনিক শক্তি বাড়িয়ে ভোটের লড়াইয়ে সুবিধা নেওয়া যায়।

বাংলাদেশ জামাতে ইসলামির প্রার্থী ডা. মোঃ জাহাঙ্গীর আলম স্থানীয় মসজিদ ও মাদরাসাভিত্তিক প্রচারণা চালাচ্ছেন। বহুদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় তাঁর প্রতি এলাকাবাসীর সমর্থন বাড়ছে বলে দাবি করছেন সমর্থকরা।

তিনি বলেন, “আমরা ইসলামি মূল্যবোধে বিশ্বাসী। জনগণকে সেবা দিয়েই ভোটারদের আস্থা অর্জন করতে চাই।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা আলমগীর হোসাইন প্রতিদিন ওয়ার্ড ও ইউনিয়নে দোয়া মাহফিল, ধর্মীয় আলোচনা এবং তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন।

তাঁর মতে, “যুবসমাজকে সৎ পথে পরিচালিত করতে হলে ইসলামি মূল্যবোধে ভিত্তিক রাজনীতি প্রয়োজন। গাজীপুর-৩ এ আমরা একটি বিকল্প রাজনৈতিক ধারা তৈরি করতে চাই।”

জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা মোঃ আবু বকর ছিদ্দিক মোড়লও মাঠপর্যায়ে সমানভাবে সক্রিয়। বিশেষ করে গ্রামীণ জনপদে গিয়ে উঠান বৈঠক ও সরাসরি প্রচারণা চালাচ্ছেন তিনি।

স্থানীয় এক সমর্থক বলেন, “তিনি আমাদের সাথে নিয়মিত মিশছেন। গ্রামের মানুষ সরাসরি তাকে কাছে পাচ্ছে। তাই সাধারণ ভোটারদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা বাড়ছে।”

শ্রীপুর ও সদরের বিভিন্ন ভোটারের মতে, উন্নয়ন ও কর্মসংস্থান এবার বড় ইস্যু হলেও, এখানে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধও সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক স্থানীয় ব্যবসায়ী বলেন, “শিল্পাঞ্চল হওয়ায় আমাদের প্রধান সমস্যা হলো শ্রমিক কল্যাণ ও কর্মসংস্থান। কিন্তু ধর্মীয় মূল্যবোধও ভোটে প্রভাব ফেলবে।”

নির্বাচনী বিশ্লেষকরা মনে করছেন, গাজীপুর-৩ আসন সবসময়ই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এবারের নির্বাচনেও এর ব্যতিক্রম নয়।

তাঁদের মতে, “এখানে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও জমিয়তের প্রার্থীরা সক্রিয় থাকায় একক প্রার্থীর জয়ের পথ সহজ হবে না। শেষ মুহূর্তের প্রচারণা ও ভোটকেন্দ্রভিত্তিক গণসংযোগই ফল নির্ধারণে মুখ্য ভূমিকা রাখবে।”

সব মিলিয়ে বলা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসন এখন প্রাণবন্ত ও উত্তপ্ত। ভোটাররা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কে হবেন তাঁদের আগামী দিনের প্রতিনিধি।