ক্রিকেট

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের শাশ্রদ্ধকর জয়।

প্রিন্ট
শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের শাশ্রদ্ধকর জয়।

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৫

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের শাশ্রদ্ধকর জয়।

 সাভার উপজেলা প্রতিনিধি,

 আবু তালহা 

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে জয় পেয়ে সুপার ফোরের শুভসূচনা করল বাংলাদেশ দল। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ ওভার ৫ বলে ৬ উইকেট হারিয়ে শ্বাসরুদ্ধকর এক জয় তুলে নেয় টাইগারা

শুরুতে দলীয় ১ রানের মাথায় তানজিদ হাসান তামিম কোনো রান না করেই বিদায় নেন। পরবর্তীতে সাময়িক সেই চাপ সামলে নেন সাইফ হাসান এবং লিটন দাস। একসময় ৫০ রানের জুটিও পার করেন এই দুই ব্যাটার। তবে দলীয় ৬০ রানে লিটন ফিরে যান ব্যক্তিগত ২৩ রান করে। এরপর সাইফ একাই চার ছক্কার ইনিংস খেলতে থাকেন, তাকে সঙ্গ দেন তাওহীদ হৃদয়। একসময় সাইফ তুলে নেন ক্যারিয়ারের প্রথম অর্ধ-শতক। তখন ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটাচ্ছিলেন হৃদয়। এরপর ৪৫ বলে ৬১ রান করে বিদায় নেন সাইফ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান করে। অধিনায়ক দাসুন শানাকা সর্বোচ্চ অপরাজিত ৬৪ রান করেন। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ছিলেন সেরা বোলার-৪ ওভারে ২০ রানে নিয়েছেন ৩ উইকেট।

২৪ সেপ্টেম্বর সুপার ফোরে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ, প্রতিপক্ষ ভারত।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৮/৭ (শানাকা ৬৪*, কুশল মেন্ডিস ৩৪, নিশাঙ্কা ২২, আসালাঙ্কা ২১, কুশল পেরেরা ১৬; মোস্তাফিজ ৩/২০, মেহেদী ২/২৫)। বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১৬৯/৬ (সাইফ ৬১, হৃদয় ৫৮, লিটন ২৩, শামীম ১৪*; শানাকা ২/২১, হাসারাঙ্গা ২/২২)। ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সাইফ হাসান।