ছবি : ছবি: দৈনিক বাংলার প্রতিচ্ছবি
অনিক রায়, প্রতিবেদক, ফরিদপুর। ২১ সেপ্টেম্বর, ২০২৫
আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে পরাস্ত করার জন্য ওলামাদলই হবে প্রধান রাজনৈতিক হাতিয়ার ও শক্তি। তাই সকল স্তরে শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকরী কমিটি গঠন করা অপরিহার্য।বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ওলামাদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
- নাসিরুল ইসলাম বলেন," নীল নদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতে ইসলামী মানে ইসলাম নয়। ইসলাম হচ্ছে মক্কা-মদিনার ইসলাম, হযরত মোহাম্মদ (সা.) ইসলাম, কোরআনের ইসলাম। সামনে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেখানে ওলামা দলকে দিয়ে ধর্ম ব্যবসায়ী জামায়াতে ইসলামীকে মোকাবিলা করতে হবে। ওদের অপকর্ম থেকে জনগণকে সর্তক করতে হবে। মসজিদে তারা মিটিং করে মিথ্যা প্রচার করছে। তাদের একটা মার্কা আছে, তাদের মার্কায় ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে বলে মিথ্যাচার করছে। তারা একটা মুনাফেক দল। মসজিদে যদি জামায়াতে ইসলামী কোনো মিটিং করে, তাহলে ওলামা দলের নেতাকর্মীদের দিয়ে তাৎক্ষণিক তাদের প্রতিহত করতে হবে। সেই জায়গায় বিএনপির সকল পর্যায়ের লোকজন সাপোর্ট করবে।"
- খন্দকার নাসিরুল ইসলাম আরোও বলেন, “আলফাডাঙ্গার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এমন একটি শক্তিশালী, সমন্বিত ও প্রগতিশীল কমিটি গঠন করতে হবে, যা ভবিষ্যতের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত থাকবে। অন্যান্য সংগঠনের কার্যক্রম এখন দুর্বল; এই অবস্থায় ওলামাদলের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসবেন।”
ফরিদপুর জেলা ওলামাদলের আহ্বায়ক মাওলানা মোঃ দেলোয়ার হোসেন জিল্লু’র সভাপতিত্বে এবং সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ ইমদাদুল হকের সঞ্চালনায় সম্মেলনটি সফলভাবে পরিচালিত হয়।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান আব্বাস, সদস্য সচিব নুর জামান খসরু, ফরিদপুর জেলা ওলামাদলের যুগ্ম আহ্বায়ক মাওঃ সাইফুর রহমান, হাফেজ রুহুল আমীন, মাওঃ আবু সাইদ, মোঃ শহিদুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা ওলামাদল নেতা মাওঃ উসমান গনি ও সৈয়দ মনিরুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, রেজাউল করিম রেজা, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাশারুল বারী, সাধারণ সম্পাদক ইস্রাফিল মোল্লা, কৃষকদলের সদস্য সচিব আবুল কালাম, বিএনপি নেতা সিরাজুল ইসলাম সোজা, কামরুজ্জামান কদর প্রমুখ।
সম্মেলনের শেষে আলফাডাঙ্গা উপজেলা ওলামাদলের ৩২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে মাওলানা উসমান গনিকে সভাপতি, সৈয়দ মনিরুজ্জামান মনিরকে সাধারণ সম্পাদক এবং মাওলানা শাহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়।
মতামত