ছবি : কক্সবাজারের কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ ১ জনকে আটক।
কক্সবাজারের কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ ১ জনকে আটক।
ডেস্ক রিপোর্ট,
দৈনিক বাংলার প্রতিচ্ছবি।
২০ সেপ্টেম্বর ২০২৫।
সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আজ শনিবার (১৯-০৯-২৫) সন্ধ্যায় কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে ৮৩৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ শামসুল আলম নামক এক মাদক ব্যবসায়ী আটক করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের কৈবর্ত্য পাড়া, ০৫ নং ওয়ার্ড এলাকায় মাদক কারবারের খবর পাওয়া যায়। প্রাপ্ত তথ্যানুসারে নৌবাহিনীর কুতুবদিয়া কন্টিনজেন্ট উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময়ে মাদক ব্যবসায়ী শামসুল ইসলামকে ৮৩৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। অভিযানে নৌবাহিনীর সাথে কুতুবদিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল অংশগ্রহণ করেন। আটককৃত মাদক ব্যবসায়ীকে মাদকসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।
সুত্রঃ- পেকুয়া নিউজ ২৪
মতামত