গোপন তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার জগাপাড়া গ্রামে ইউপিডিএফ (মূল) দলের সক্রিয় সদস্য মানেক চাকমার বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী।
উক্ত স্থানে তল্লাশি অভিযান চলাকালীন সময় ১৫-২০ জনের ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র সন্ত্রাসী দলের উপস্থিতি ছিল।
ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র সন্ত্রাসীরা রাতের অন্ধকারে সেনা উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় সেনা সদস্যদের সাথে গুলি বিনিময় হয়। পরবর্তীতে, উক্ত স্থানে এবং পালানোর রাস্তায় তল্লাশি অভিযান পরিচালনা করে ০১টি রাশিয়ান পিস্তল (টোকারেভ TT-33), ০২টি ম্যাগাজিন, ০৮ রাউন্ড পিস্তল এ্যামোনিশন, ৭.৬২ মিঃ মিঃ ২০০ রাউন্ড এ্যামোনিশন, ০১টি ওয়াকিটকি সেট এবং ফার্স্ট এইড বক্সসহ সন্ত্রাসীদের ব্যবহৃত ইউনিফর্ম উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী।
উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে ঘটনার সাথে সংশ্লিষ্ট ইউপিডিএফ (মূল) দলের সামরিক শাখার ভুবন ত্রিপুরা, সুমেন চাকমা, তীব্র চাকমা, অর্কিড চাকমা, শংকর চাকমা, অঙ্গ মারমাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়ার চলমান রয়েছে।
পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। সাধারণ জনগণের জীবনযাত্রা বিঘ্নিত না করে ভবিষ্যতেও শুধুমাত্র সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে এ ধরণের কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, সেনাবাহিনী শুধুমাত্র পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে থাকে।
মতামত