রাজনীতি

নওগাঁর নিয়ামতপুরে বিএনপি কার্যালয়ে মতবিনিময় সভা।

প্রিন্ট
নওগাঁর নিয়ামতপুরে বিএনপি কার্যালয়ে মতবিনিময় সভা।

ছবি : নিয়ামতপুরে বিএনপি কার্যালয়ে তারেক রহমানের ৩১ দফা রূপকল্প উপস্থাপন ও দেশনেত্রীর সুস্থতা কামনায় দোয়া-মিলাদের মাধ্যমে সমাপ্ত হয় প্রাণবন্ত মতবিনিময় সভা।”


প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৫

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। এ সভায় উপস্থিত ছিলেন স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ। সভাস্থলটি ছিল দলীয় পতাকা, ব্যানার আর পোস্টারে সজ্জিত। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রার্থী জননেতা মোঃ মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসহাক আলী সরকার। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পদচারণায় কার্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপকল্প সাংবাদিক, নেতা-কর্মী ও স্থানীয় জনতার সামনে উপস্থাপন করা হয়। বক্তারা বলেন, তারেক রহমানের উপস্থাপিত এই রূপকল্প দেশের ভবিষ্যৎ রাজনীতি ও প্রশাসনিক কাঠামোতে একটি যুগান্তকারী দিকনির্দেশনা দেবে। তারা আরও উল্লেখ করেন, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্রকে সুসংহত করার লক্ষ্যে এই রূপকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সভায় অংশ নেওয়া অনেকেই আশা প্রকাশ করেন, এই ৩১ দফা রূপকল্প ভবিষ্যতের বাংলাদেশ গড়ার নতুন স্বপ্ন দেখাবে।পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদের আয়োজনের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিয়ামতপুর উপজেলা শাখা, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।