জাবেদ আহমেদ রিপন
শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি
শ্রীমঙ্গলের \'জইনকা ছড়া\'র সরকারী ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার বাদ জুম্মা মৌলভীবাজার সড়কে ৫ নং ব্রীজের পাশে উত্তর ভাড়াউড়ার এলাকাবাসী এ মানববন্ধন করেন। মানববন্ধনে এলাকাবাসীরা বলেন,বিগত ২০/২৫ বছর এ ছড়ার সরকারি কোন ইজারা ছিল না। বিগত দুই বছর থেকে এ ছড়ার ইজারা দেয়ার ফলে বালু তোলার কারণে রাস্তা,গাইডওয়াল ভেঙে পড়েছে।
শ্রীমঙ্গল-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ৫ নং ব্রীজের নিচ থেকে বালু তোলার কারণে সরকারি ওই স্হাপনা হুমকির মূখে রয়েছে বলে এলাকাবাসীরা জানান। এছাড়া ছড়ার পাশে মসজিদ ও মানুষের বাসাবাড়ি থাকার কারণে ওই ছড়া থেকে চিরতরে বালু উত্তোলন বন্ধের দাবী জানান। এলাকাবাসীরা সরকারি দপ্তরে ইতিমধ্যে চিঠি দিয়েছেন যাতে এ ছড়ার সরকারি ইজারা না দেয়া হয়।
এ ব্যাপারে ভাড়াউড়া এলাকার মুরুব্বি ও সাবেক শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর সাঈদ মিয়া জানান,এ ছড়ার ইজারা দেয়ায় বালু উত্তোলনের ফলে রাস্তা,গাইডওয়াল ভেঙে পড়েছে। মসজিদ ও সরাসরি ব্রীজ হুমকির মূখে। তিনি খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো,পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসক মৌলভীবাজারের দৃষ্টি আকর্ষণ করেন অবিলম্বে এ ছড়ার ইজারা বাতিল করার।
এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসলাম উদ্দিন বলেন,মানববন্ধন হয়েছে এ বিষয়ে অবগত হয়েছি। ইতিমধ্যে এসি ল্যান্ড ও সার্ভেয়ারকে নির্দেশ দেয়া হয়েছে সরজমিন পরিদর্শন করে এর মূল্যায়ন প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে তিনি জানান।
মতামত