সারাদেশ

যাত্রীদের থেকে অতিরিক্ত টোল আদায়ে জরিমানা

প্রিন্ট
যাত্রীদের থেকে অতিরিক্ত টোল আদায়ে জরিমানা

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫

ভোলা  লালমোহনে সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রী টোল আদায়কারীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার লঞ্চঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।তিনি বলেন, লঞ্চ যাত্রীদের অভিযোগের ভিত্তিতে ঘাটে অভিযান চালানো হয়েছে। অভিযানে গিয়েও উপস্থিত কয়েকজন যাত্রীর থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পাওয়া যায়। এ সময় যাত্রীদের অভিযোগের সত্যতা স্বীকারও করেন ঘাট ইজারাদারের নির্ধারিত টোল সংগ্রহকারী। যার জন্য তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 


তিনি আরও বলেন, এই উপজেলার কোনো লঞ্চঘাটে যাত্রী প্রতি টোল ৫ টাকার অতিরিক্ত আদায় করা হলে সেখানেও অভিযান পরিচালনা করা হবে।