আরিফুল ইসলাম, সাতক্ষীরা।
সাতক্ষীরার তালায় দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিপুল জনসমাগম প্রমাণ করে আসন্ন জাতীয় নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে ভোটের সমীকরণ ধানের শীষের পক্ষেই যাচ্ছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় তালা উপজেলার কুমিরা বহুমুখী উচ্চ বিদ্যালয় ফুটবল ময়দানে বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ।
সমাবেশে প্রধান অতিথি আফরোজা আব্বাস বলেছেন,নারীদের ঘর থেকে বাহিরে এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বুঝতে পেরেছিলেন সমাজে নারী ও পুরুষের সমান তালে চলতে হবে। তাই বিএনপি প্রতিষ্ঠার করার পাশপাশি মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন। তারই সফলতা হিসাবে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন। দীর্ঘ ১৭ বছর জুলুম নির্যাতন সহ্য করে দেশে ছিলেন গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি। নারীর অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
আফরোজা আব্বাস আরও বলেন, আজকের বিপুল মহিলা সমাবেশ প্রমাণ করে আগামী জাতীয় নির্বাচনে নারী ভোটাররা বিএনপির পক্ষেই রায় দেবেন। সাতক্ষীরা-১ আসনে ধানের শীষের পক্ষে গনজোয়ার সৃষ্ঠি হয়েছে। এ আসনে নারী ভোটারদের ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষ বিজয়ী হবে ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, আমি ২০১৮ সালে প্রার্থী থাকাকালে ভোটকেন্দ্রে গিয়ে দেখেছিলাম আমার ভোট আগে থেকেই দেওয়া হয়ে গেছে। সেই সুযোগ আর দেওয়া হবে না। আমরা জোর করে নয়, জনগণের ভোটের মাধ্যমেই সরকার প্রতিষ্ঠা করতে চাই। এবার দিনের ভোট, রাতে হবে না। আমার ভোট আমি নিজেই দেব।
উপজেলা মহিলা দলের আহবায়ক মেহেরুন নেছা মিনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও খুলনা বিভাগীয় টিম লিডার নেওয়াজ হালিমা আর্লি, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীর-১ আসনের নির্বাচনী টিম লিডার আবুল হাসান হাদী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক ছালেকা হক কেয়া। অনুষ্ঠানে উপজেলা যুবদলের সি. যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, বিশিষ্ট শিক্ষানুরাগী রেহানা খানম, অধ্যক্ষ রইছ উদ্দিন উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তাফা হোসেন মন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মতামত